উত্তরদিনাজপুর

লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলায় পূজা অর্চনায় মাতল ভক্তরা

সব জেলার মতোই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের লোকনাথ মন্দিরে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পুজা পাঠের আয়োজন করা হয়। এদিন হাজার হাজার পূন্যার্থীর সমাগম ঘটে রায়গঞ্জের কাশীবাটির লোকনাথ মন্দির প্রাঙ্গনে। কাশীবাটির পাশাপাশি রায়গঞ্জ শহরের দেবীনগরের লোকনাথ মন্দিরেও ধুমধামের সাথে পুজোয় মেতেছেন এলাকার ভক্তরা।

রায়গঞ্জ ব্লক সহ গোটা উত্তর দিনাজপুর জেলায় পূন্যার্থীদের ঢল নেমেছে রায়গঞ্জ পুর এলাকার ১ নং ওয়ার্ডের কাশীবাটি লোকনাথের মন্দিরে। বাবা লোকনাথের পুজো দিতে রোদকে উপেক্ষা করে দীর্ঘ লাইন দেখা যায় ভক্তদের। কাশীবাটি লোকনাথ মন্দিরের পূজোকে কেন্দ্র করে বসেছে মেলা। মেলায় ৮ থেকে ৮০ সকল মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো।

এবিষয়ে বিমল দাস নামে এক পুজো কমিটির সদস্য জানান, দুর দুরান্ত থেকে বহু ভক্তরা আসেন তাদের এই মন্দিরে। সকলের সহযোগিতায় তারা প্রতি বছর এই মেলা করে আসছেন।